নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে ধর্মপাশা উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ছাতক উপজেলা।
রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১০ মিনিটের মাথায় গোল করে বসে ধর্মপাশা উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহসিন।
খেলার প্রথমার্ধে ধর্মপাশা উপজেলা ধর্মপাশা উপজেলা এগিয়ে থাকলেও খেলার দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ছাতক উপজেলাকে সমতায় ফেরান বিদেশী খেলোয়াড় ডিমাগো। যখন খেলার ফলার ১-১ তখন ৬৪ মিনিটে ধর্মপাশা উপজেলার হয়ে দ্বিতীয় গোল করেন ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিএম ওবায়দুর। যখন ধর্মপাশা উপজেলা ২-১ গোলে এগিয়ে যায় তখন খেলার ৭২ ও ৭৫ মিনিটে ছাতক উপজেলা গোল করে দলের জয় নিশ্চিত করেন ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিল্লুর। ধর্মপাশা ও ছাতক মধ্যকার খেলায় ম্যাচ সেরা হয়েছেন ছাতকের জিল্লুর।
এসময় রেফারীর দায়িত্ব পালন করেন, মো. সোহরাব হোসেন, জিএম চৌধুরী নয়ন, রবিন খান, শাহীন রহমান।
খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, উপজেলা ভ‚মি কর্মকর্তা তাপস শীল, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, জিএম তাশহিজ প্রমুখ।
সুনামগঞ্জ২৪.কম/এমআর